সিভিক কর্মীর মানবিক উদ‍্যোগে রামপুরহাটে : হাসপাতালে ভর্তি করা হল বৃদ্ধা

17th June 2020 9:09 pm বীরভূম
সিভিক কর্মীর মানবিক উদ‍্যোগে রামপুরহাটে : হাসপাতালে ভর্তি করা হল বৃদ্ধা


নিজস্ব সংবাদদাতা ( রামপুরহাট ) :  প্রায় তিন মাস যাবত লকডাউন আটকে পড়া এক বৃদ্ধ মহিলাকে হসপিটাল নিয়ে যান রামপুরহাটের ১ সিভিক ভলেন্টিয়ার। বৃদ্ধার নাম দ্রৌপদী কর্মকার ,বয়স প্রায় ৬৫ বছর। রামপুরহাট  থানা  কর্মরত  সিভিক ভলেন্টিয়ার  সিবায়ন ভট্টাচার্য্য  জানান , "ওই বৃদ্ধা লকডাউন এর আগে রামপুরহাটে এসেছিলেন  এখন আটকে পড়ে। দীর্ঘদিন ধরেই স্টেশনেই দিন কাটান । নানান স্বেচ্ছাসেবী সংস্থা ওনাকে খাবার দেন। ওনার কিছু শারীরিক অসুবিধার জন্য আমি হসপিটালে ভর্তি করেছিলাম, আজ প্রায় আট দিন ধরে তিনি হসপিটালে রয়েছেন। বৃদ্ধার ঘাড়ে ব্যথা ও মাথায় ব্যথা হচ্ছিল বলে জানায় আমাকে ,এখন অনেকটাই সুস্থ বলে জানান ডাক্তারেরা। এই যে প্রায় আট দিন যাবৎ ওষুধ হসপিটাল থেকেই দেয়া হতো এবং যেগুলি পাওয়া যেত না সেগুলি আমি আমার নিজের পয়সায় থেকেই কিনে আনতাম। সব সময় আমার আই .সি সাহেব সন্দীপন চ্যাটার্জি ও আমাদের এসডিপিও সাহেব সৌম্যজিৎ বড়ুয়া স্যার আমাকে সব সময় সাহায্য করেছেন । আমি ওনার ছবি ফেসবুকে আপলোড করি, তারপর ওনার ছেলের সঙ্গে আমার কথা হয়েছে ,ওনার ছেলে বলেছেন আমি দুদিনের মধ্যে মাকে নিয়ে যাবো । শিবায়ন সবশেষে এটাই জানায় আমি দেশসেবার কাজে নিজেকে নিযুক্ত হয়েছি সব সময় মানুষের পাশে থাকবো এটাই আমার লক্ষ্য।





Others News

অবৈধ বালি উত্তোলন বন্ধে ড্রোন ক‍্যামেরায় নজরদারি জেলা পুলিশের

অবৈধ বালি উত্তোলন বন্ধে ড্রোন ক‍্যামেরায় নজরদারি জেলা পুলিশের


নিজস্ব সংবাদদাতা ( বীরভূম ) : মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায় বারবার অবৈধ বালি খাদান ও বালি পাচার রোধে কড়া পদক্ষেপ গ্ৰহণের কথা জানিয়েছেন । তবুও রাজ‍্যের নানা জায়গায় একাংশ বালি ও কয়লা মাফিয়া চক্র সক্রিয় । এছাড়াও ওভারলোডিং এর ফলে রাস্তার ক্ষতি হচ্ছে নানা জায়গায় । অবৈধ বালি খাদান বন্ধে এবার ড্রোন ক‍্যামেরার সাহায‍্যে নজরদারি শুরু করলো বীরভূম জেলা পুলিশ । পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী জানিয়েছেন , পুলিশ কর্মীরা যেমন রাস্তায় রাস্তায় নজরদারি চালাচ্ছেন তেমনি বিভিন্ন নদীতেও নজরদারি চালানো হচ্ছে । ড্রোন ক‍্যামেরার মাধ‍্যমে নানা জায়গায় দেখা হয় বালি খাদান কোথাও চলছে কি না । তবে সেরকম কোনো হদিশ পাওয়া যায় নি । গতকাল রাতে দুটি ট্রাক আটক করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার । কোনোভাবেই অবৈধ বালি খাদান চালানো যাবে না বলে মুখ‍্যমন্ত্রী যে নির্দেশ দিয়েছেন তা কার্যকর করতেই কড়া পদক্ষেপ বীরভূম জেলা পুলিশের । তিলপাড়া ব‍্যারেজ সংলগ্ন এলাকায় নজরদারি চালালো মহম্মদবাজার থানার পুলিশ । অনান‍্য এলাকাতেও নজরদারি চলবে বলে জানা গেছে ।